Thursday, February 13, 2014

অপেক্ষার লাল গোলাপ...

মনের অলিগলি জুড়ে 
ধুলো জমে আছে রাশি রাশি
পেট তাগিদের স্তুপাকৃত কাজ 
রোজ চাপা দেয় অনুরাগ; সব অভিমান
এরই ফাঁকে
আরো একটি বসন্ত,
আরো একটি ভ্যালেন্টাইন ডে,
আবারো মনের দরজায় নিঃশব্দ কড়ানাড়ে
আজ রাত যেন প্রলাপের নয়;
অপেক্ষা শিহরিত ভোরের;
অপেক্ষা তোড়া তোড়া লাল গোলাপের।
১৩/০২/২০১৪, ১২-৪০ PM

Monday, February 3, 2014

প্রলাপ - ৭৪



অন্ধকারের বুক চিরে দুঃস্বপ্ন রাত যত গাঢ় হয়
আর আমি ভাবি একাই ডুব দেব বিষণ্ণতায়।
দেখি আরো অসংখ্য বিষণ্ণ হৃদয় 
ঠিক বসে আছে সহযাত্রীর অপেক্ষায়।