Tuesday, April 29, 2014

প্রলাপ - ৮২


বাজারে ফেয়ারনেস ক্রিমের কাটতি চড়া
তবু পৃথিবীটা বড় কুৎসিত।

Monday, April 14, 2014

প্রলাপ - ৮১


নিজের অস্তিত্ব বিসর্জন দিতে পারলে
ঠিক 'বেঁচে' থাকা যায়।

Saturday, April 5, 2014

চন্দ্রিমা - ১২


তুমি দূর থেকে যেমনটা ভাবো
আসলে ঠিক তেমনটা নয়,
ভালোবাসার ছলে প্রতিদিন
কোন এক অজানা পাপের প্রায়শ্চিত্ত করে যাই।

চন্দ্রিমা - ১১


তুমিই বলে দাও
ঠিক কতটুকু হাসলে
কখনো কাঁদতে হয়না।

Thursday, April 3, 2014

প্রলাপ - ৮০


সমালোচনার খোঁচা যারা সহ্য করতে পারেন না
তারা কেউই আসলে মানুষ নয়।

Wednesday, April 2, 2014

প্রলাপ - ৭৯

মন বিষাক্ত সব পোকার ঘর
ভাদ্র মাসের রোদে দাও।

Tuesday, April 1, 2014

প্রলাপ - ৭৮


রোজগেরে ভোটের দিনগুলো
দ্রুত ফুরিয়ে যায়,
নির্বাচন শেষে আমরা তো সেই -
"পুনর মূষিক ভবঃ"