Wednesday, October 31, 2012

প্রলাপ - ৩২



শ্মশানপুরীর স্তব্ধতা ভেদ করে কিছুক্ষণ আগেই বাড়ি ফিরেছি
শরীরে এখনো অশরীরি আত্মার গন্ধ।

Tuesday, October 16, 2012

প্রলাপ - ৩১


শিউলি ফোটা রাতে
শিশিরের ফাঁক দিয়ে যেই নাক বাড়িয়েছি
বারুদ আর মানুষ পোড়া গন্ধ
নাক ঝালাপালা করে দিলো।

Thursday, October 4, 2012

চন্দ্রিমা - ৩

অন্তহীন ভাবনার জাল ছিড়ে
এই নরম বৃষ্টির রাতে
শীতল চাদর হয়ে এসো চন্দ্রিমা।

প্রলাপ - ১৬

গুণতে গুণতে একশ তো হবেই
শিশুপাল যত খুশি পাপ করে যাও।

ইচ্ছে করছে না আজ কিছু



আজ আর ইচ্ছে করছে না তোমার জন্য রাত জাগি
ভোর রাতে তোমার জন্য ফুল তুলি
কতদিন বল আর মিছি মিছি এভাবে করা যায়
...কতদিন বল টফি মুখে পুরে তুমি আছো ভেবে
আনন্দের মিথ্যে ফোয়ারা ছুটানো যায়
কতদিন, আর কতদিন -

আজ আর ইচ্ছে করছে না তোমার কথা ভেবে
এস এম এস করি বন্ধুদের
ইচ্ছে করছে না দিনটা অন্য আরো দিনের থেকে আলাদা ভাবি
ইচ্ছে করছে না স্বাধীনতা তোমার জন্য আবারও রাত জাগি
ভোর রাতে তোমার জন্য ফুল তুলি।

প্রলাপ - ৩০


প্রেম দূর থেকে যতই মিষ্টি দেখাক না কেনো
কাছে গেলে ঠিক গোসাপের মত বিষাক্ত থুতু ছুড়ে দেয়
তাই নিরাপদ দূরত্বে থেকে আমার কবিতা লেখা।