Friday, August 15, 2014

ইচ্ছে

তুমি চাইলেই আমার নিঃশ্বাস 
প্রতিরোজ তোমার ঠোঁট ছুঁয়ে যায়
তুমি চাইলেই যেন
আমি পৃথিবীটা রঙ্গিন দেখি রোজ
আমার বাড়ানো হাত ছুয়েই দেখো
শিরায় শিরায় ছুটে তোমাকে পাওয়ার ইচ্ছেরা
আমার ইচ্ছেরা প্রতিক্ষণ কিলবিল করে
তোমার ইচ্ছের কাছে কাছে গিয়ে
তবু তোমার ইচ্ছেগুলোর
ইচ্ছে হয়না কখনো তাই
শারদীয় ভোরে কোন এক চতুস্পদী
প্রাণীর মত ক্লান্ত হয়েও ছুটে যাই
বারবার তোমার ইচ্ছেদ্বারের কড়া নাড়তে।
(14/08/2014)

Friday, August 8, 2014

প্রলাপ - ৯৩


বুকের ভেতর আগলে রাখা
গোলাপগুলো প্রতিদিন
তিলে তিলে শুকোয়
তোমার প্রতীক্ষায়...।

চন্দ্রিমা - ১২


পাল্টেছে যুগ, পাল্টাচ্ছেও
বিয়ের বাজারে ঘোরোয়ারা কল্কে পায়না
সবারই চাই মেয়ে জরা হটকে, একটু সেক্সি।
ছেলেরা বিকোয় টাকার পাল্লায়
ভালো খারাপ একটা হলেই হল

পাল্টেছে যুগ, পাল্টাচ্ছেও
ভালো আর আজ কেউ হতেও চায়
এইম ইন লাইফ ইডিয়ট
যার যত বেশি বয়ফ্রেন্ড
সে যেন ততই গুণময়ী

পাল্টেছে যুগ, পাল্টাচ্ছেও
ঔষধ জেনে খেয়েছি যেসব
নেশার বাজারে চড়া দাম তার।
লুকিয়ে চুরিয়ে প্রেমের দিন ইতিহাস
খোলাখুলি হবে সব আজ।

পাল্টেছে যুগ, পাল্টাচ্ছ তুমিও
আমি ঠিক বুঝি চন্দ্রিমা
তুমিও চাও বলে ফেলি স্ট্রেটকাট
ভালোবাসি তোমায়।