সন্ধ্যা নামার আগেই
নেমে আসে দীর্ঘশ্বাস
অবসাদগ্রস্ত শরীরটাকে
টেনে যেতে যেতে
যতটা আধার পাড়ি দেই এক একটা প্রস্তর যেন চেপে বসে বুকের উপর
এভাবেই চলার ফাঁকে কিছু হাত
পিঠ চাপড়ে বলে সাবাস! কিছু কথা রোজ স্পর্শ করে হৃদয়, কিছু মায়াবী মুখ
রাতভর ঝাপটায় চোখের পাতা এরপর ঠিকই ভোর হয়
আরেকটি অপেক্ষার কর্মব্যস্ত দিনে......।
যতটা আধার পাড়ি দেই এক একটা প্রস্তর যেন চেপে বসে বুকের উপর
এভাবেই চলার ফাঁকে কিছু হাত
পিঠ চাপড়ে বলে সাবাস! কিছু কথা রোজ স্পর্শ করে হৃদয়, কিছু মায়াবী মুখ
রাতভর ঝাপটায় চোখের পাতা এরপর ঠিকই ভোর হয়
আরেকটি অপেক্ষার কর্মব্যস্ত দিনে......।