প্রলাপ - ১
শুধু জামা পরলেই লজ্জা ঢাকা যায় না
অন্তরবাসটাও জরুরী।
প্রলাপ - ২
একটির পর একটি বসন্ত এসেছে
চলেও গেছে চুপিসারে
বুঝিনি কোকিলের কণ্ঠস্বর এত মধুর।
প্রলাপ - ৩
চারদিকে শুধু বিচ্ছিন্নতাবাদের অপলাপ।
আমরা একত্রিত কখন ছিলাম?
প্রলাপ - ৪
অমাবস্যার জ্যোৎস্না গায়ে মেখে
বসে আছি অস্তিত্বের অভ্যর্থনায়
ডুমুর ফুলের ডালি হাতে নিয়ে।
প্রলাপ -৫
কুকুর বেড়ালের লালায় ঠোঁট ভিজে আছে
মানুষ মানুষের চুম্বন ভালোবাসে না।
শুধু জামা পরলেই লজ্জা ঢাকা যায় না
অন্তরবাসটাও জরুরী।
প্রলাপ - ২
একটির পর একটি বসন্ত এসেছে
চলেও গেছে চুপিসারে
বুঝিনি কোকিলের কণ্ঠস্বর এত মধুর।
প্রলাপ - ৩
চারদিকে শুধু বিচ্ছিন্নতাবাদের অপলাপ।
আমরা একত্রিত কখন ছিলাম?
প্রলাপ - ৪
অমাবস্যার জ্যোৎস্না গায়ে মেখে
বসে আছি অস্তিত্বের অভ্যর্থনায়
ডুমুর ফুলের ডালি হাতে নিয়ে।
প্রলাপ -৫
কুকুর বেড়ালের লালায় ঠোঁট ভিজে আছে
মানুষ মানুষের চুম্বন ভালোবাসে না।
No comments:
Post a Comment
Name: