Monday, May 19, 2014

১৯শের প্রলাপ

আর যাই হউক আজকের দিনটা 
অন্য আরো দিনের মত নয়
একটু আলাদা, একটু অন্যরকম
এই না হলে আজ কি আর স্কুলগুলো সব বন্ধ থাকে!
শহিদবেদীতে ঝাড়ু পড়ে!
দু-চার জন হোমরাচোমরার পায়ের ধূলো তোমার নামে খরচা পড়ে!
আজকে একটু অন্যরকম
তাই না হলে আজকে কি কেউ শ্রদ্ধা-ভক্তির নাটক করে!
দাঁত খিচিয়ে, হাত উচিয়ে ফুলের মালায় ছবি তুলে!
আর যাই হউক আজকে একটু অন্যরকম
তাইতো দেখি বক্তৃতায় সব বাঁধ ভাঙ্গে!
রোমান হরফ শুভেচ্ছায় বাংলা লেখে!
শহিদবেদীর ঘুম ভেঙ্গে যায় বুটের শব্দে!
আজকে একটু অন্যরকম তাই বলেই তো প্রলাপ বকি।
আজকে শুধু অন্যরকম ভাবে না কেউ
বাকিটা সব ঠিকই আছে অন্যরকম।

No comments:

Post a Comment

Name: