লঙ্গাইর জলে আরো একটিবার
সূর্য ডুবে যাওয়ার পর যখন
পেছন ফিরে দেখি –
ধু ধু অন্ধকার অমসৃণ পথ ধরে
ধেয়ে আসে অসমাপ্ত পেট তাগিদের কাজেরা
কিছু মূর্ছিত ফুল, কিছু অচেনা মুখ
কিছু অসুখ অসুখ মাখা সূখ চেয়ে থাকে করুণ দৃষ্টিতে
ইচ্ছে হয় মুছে ফেলি সব যন্ত্রণার অতীত,
শুধু আজকের দিনটাকেই
আকড়ে ধরি বুকের ভেতর।
(২৯-১১-১৪)
সূর্য ডুবে যাওয়ার পর যখন
পেছন ফিরে দেখি –
ধু ধু অন্ধকার অমসৃণ পথ ধরে
ধেয়ে আসে অসমাপ্ত পেট তাগিদের কাজেরা
কিছু মূর্ছিত ফুল, কিছু অচেনা মুখ
কিছু অসুখ অসুখ মাখা সূখ চেয়ে থাকে করুণ দৃষ্টিতে
ইচ্ছে হয় মুছে ফেলি সব যন্ত্রণার অতীত,
শুধু আজকের দিনটাকেই
আকড়ে ধরি বুকের ভেতর।
(২৯-১১-১৪)
No comments:
Post a Comment
Name: