Thursday, November 22, 2012

প্রলাপ - ৩৫

­­নেতা শব্দের একটি প্রতিশব্দ হতে পারত গিরগিটি
অথবা গিরগিটির একটি প্রতিশব্দ নেতা।

Thursday, November 15, 2012

প্রলাপ - ৩৪


শুভরাত্রি বলতে বলতে
বিদায় নেয় প্রতিটি মুহুর্ত

বিদায় নেয় ভালোলাগা প্রতিটি সময়
আমি অবসন্ন,
তবু জেগে থাকি অনন্তকাল ধরে
তোমার অপেক্ষায়

Friday, November 2, 2012

প্রলাপ - ৩৩

পাছে ভোরের সূর্যটা না জোটে
আমি গভীর রাতেও ঘুমন্ত চোখ দুটো টেনে জেগে থাকি;
ঘুমিয়ে পড়লে স্বপ্নে বেঁচে থাকার আনন্দে মাতি।

Wednesday, October 31, 2012

প্রলাপ - ৩২



শ্মশানপুরীর স্তব্ধতা ভেদ করে কিছুক্ষণ আগেই বাড়ি ফিরেছি
শরীরে এখনো অশরীরি আত্মার গন্ধ।

Tuesday, October 16, 2012

প্রলাপ - ৩১


শিউলি ফোটা রাতে
শিশিরের ফাঁক দিয়ে যেই নাক বাড়িয়েছি
বারুদ আর মানুষ পোড়া গন্ধ
নাক ঝালাপালা করে দিলো।

Thursday, October 4, 2012

চন্দ্রিমা - ৩

অন্তহীন ভাবনার জাল ছিড়ে
এই নরম বৃষ্টির রাতে
শীতল চাদর হয়ে এসো চন্দ্রিমা।

প্রলাপ - ১৬

গুণতে গুণতে একশ তো হবেই
শিশুপাল যত খুশি পাপ করে যাও।

ইচ্ছে করছে না আজ কিছু



আজ আর ইচ্ছে করছে না তোমার জন্য রাত জাগি
ভোর রাতে তোমার জন্য ফুল তুলি
কতদিন বল আর মিছি মিছি এভাবে করা যায়
...কতদিন বল টফি মুখে পুরে তুমি আছো ভেবে
আনন্দের মিথ্যে ফোয়ারা ছুটানো যায়
কতদিন, আর কতদিন -

আজ আর ইচ্ছে করছে না তোমার কথা ভেবে
এস এম এস করি বন্ধুদের
ইচ্ছে করছে না দিনটা অন্য আরো দিনের থেকে আলাদা ভাবি
ইচ্ছে করছে না স্বাধীনতা তোমার জন্য আবারও রাত জাগি
ভোর রাতে তোমার জন্য ফুল তুলি।

প্রলাপ - ৩০


প্রেম দূর থেকে যতই মিষ্টি দেখাক না কেনো
কাছে গেলে ঠিক গোসাপের মত বিষাক্ত থুতু ছুড়ে দেয়
তাই নিরাপদ দূরত্বে থেকে আমার কবিতা লেখা।

Tuesday, September 25, 2012

চন্দ্রিমা - ৮


তোমার কথা ভাবতে গিয়ে স্বপ্ন আমার উজাড়
তোমার কথা ভেবেই আবার পথ হারালাম আজ।

Monday, September 24, 2012

প্রলাপ - ২৮


কত দিন আঁধারে ঢাকা পড়ে যায়
কত রাত হয় আলোকজ্জোল
অবিরত কোলাহল শুনি চারপাশে শুধু
কেঊ নেই; কেউ নেই পাশাপাশি
বড় একা এ দীর্ঘ পথ
যেন ফুড়োবার নয় কখনো।

Sunday, September 16, 2012

বেঁচে আছি তো?

আমার ইচ্ছেরা আজকাল
ইচ্ছে হারিয়ে ফেলছে ক্রমশ
সূখ নেই, শোকও নেই কাছাকাছি

আমি চলতে চলতে পিছিয়ে পড়ি
আমার আগুন্তুক স্বপ্নেরা বাসা বাঁধে অন্য ঘরে
ধু ধু ফাকা মাঠ যেন হাতছানি দেয়
ভবিষ্যতের কোথাও
আমার আকাশে কালো মেঘ সারি সারি
অসাড় শরীর বয়ে নিয়ে যায় সময়
লক্ষ্যহীন পথের পথে
আমি মাঝে মাঝে অজান্তে
চিমটি কাটি শরীরে
বেঁচে আছি তো?
বেঁচে আছি তো? নাকি আমারো মৃত্যু হয়েছে
আরো অনেকের মত
নিজের জন্য বেঁচে বেঁচে

১৭/০৯/১২ সময় রাত ১২-১৫

Wednesday, August 1, 2012

প্রলাপ - ২৭


প্রতিনিয়ত সাম্প্রদায়িকতার সুড়সুড়ি দিয়ে যতই আমাকে উত্তেজিত করো
ধর্মাস্ত্রের খোচায় ক্ষতবিক্ষত করো বিবেককে, -
আমি আমৃত্যু 'অমানুষ' থেকে যাবো তোমাদের চোখে তবু ধর্মচাড়াল নয়।

Thursday, April 12, 2012

প্রলাপের প্রলাপ


সত্য কথাগুলো প্রবঞ্চনা,
নীপিড়ন আর শোষণের জগতে
বার বার ধ্বনিত প্রতিধ্বনিত হতে হতে
কখন জানি প্রলাপ হয়ে যায়।