Tuesday, September 25, 2012

চন্দ্রিমা - ৮


তোমার কথা ভাবতে গিয়ে স্বপ্ন আমার উজাড়
তোমার কথা ভেবেই আবার পথ হারালাম আজ।

Monday, September 24, 2012

প্রলাপ - ২৮


কত দিন আঁধারে ঢাকা পড়ে যায়
কত রাত হয় আলোকজ্জোল
অবিরত কোলাহল শুনি চারপাশে শুধু
কেঊ নেই; কেউ নেই পাশাপাশি
বড় একা এ দীর্ঘ পথ
যেন ফুড়োবার নয় কখনো।

Sunday, September 16, 2012

বেঁচে আছি তো?

আমার ইচ্ছেরা আজকাল
ইচ্ছে হারিয়ে ফেলছে ক্রমশ
সূখ নেই, শোকও নেই কাছাকাছি

আমি চলতে চলতে পিছিয়ে পড়ি
আমার আগুন্তুক স্বপ্নেরা বাসা বাঁধে অন্য ঘরে
ধু ধু ফাকা মাঠ যেন হাতছানি দেয়
ভবিষ্যতের কোথাও
আমার আকাশে কালো মেঘ সারি সারি
অসাড় শরীর বয়ে নিয়ে যায় সময়
লক্ষ্যহীন পথের পথে
আমি মাঝে মাঝে অজান্তে
চিমটি কাটি শরীরে
বেঁচে আছি তো?
বেঁচে আছি তো? নাকি আমারো মৃত্যু হয়েছে
আরো অনেকের মত
নিজের জন্য বেঁচে বেঁচে

১৭/০৯/১২ সময় রাত ১২-১৫