Wednesday, January 23, 2013

আমাদের গান - ৮


গান্ধী টুপি মাথায় আছে কাড়ি কাড়ি টাকা
জনতা পেছনে আছে আমরাই তো দেশের নেতা।

Tuesday, January 15, 2013

প্রলাপ - ৪১


মানুষের সম্পর্কের মত
আজ পৃথিবী জুড়ে শীতলতা
ধ্বংসের মুখ দেখেই তবে উত্তাপ নেবে।

প্রলাপ - ৪০


ভোট উৎসবের প্রাক্কালে যুবারা ক্রীড়ামোদি আর
প্রৌড়রা হয়ে উঠেন ধর্মাসক্ত।

Wednesday, January 2, 2013

প্রলাপ - ৩৭


আজ আমার মৃত্যুদিন তাই
সারা রাত ধরে প্রলাপ বকে যাবে
শোকার্ত আত্মা।

প্রলাপ – ৩৮



ভালোবাসার যাঁতাকলে শ্বাসরুদ্ধ
হয়ে যাচ্ছি ক্রমশ
খানিকটা বিশুদ্ধ ঘৃণা, বিদ্রুপ ছুড়ে দাও
আমি অতেই লুটপুটি খাব
যত্নে মাখাবো গায়।

প্রলাপ – ৩৬



আজ প্রতিবাদ মিছিল, হরতাল
রক্তচক্ষুর হুঙ্কারে থরথর কাঁপে রাজপথ।
আজকের প্রতিবাদী পুরুষের হাত
একদিন ঠিক কেড়ে নেবে কোন নারীর সম্ভ্রম।

প্রলাপ - ৩৯

যুগ যুগ ধরে দামিনীরা নিজেদের জীবন দিয়ে
পুরুষের চেতনায় কিছুটা আঁচড় কেটে যান শুধুমাত্র
এরচেয়ে বেশি কিছু নয়।
আঁধার নামবে রাজপথে আবারো কোনদিন
আবারো কোন এক দামিনীর শরীর
ছিড়ে খাবে মানুষখেকো হায়নার দল।