Tuesday, December 23, 2014

ভোটর গান

নেতা বারইছইন ভোট ভিক্ষাত     
দাদা দিদিরে কইতরা
রসাইয়া গান বান্দিছইন
হুরুত্তাইনতে নাচিতরা।

ইবার দাদায় ভোট দিতা নায়
দিদিয়েও গাইতরা অউ গান
নেতামাশয় নাছোড়বান্দা
ভোট লাগবউ তান।

বছরে বছরে ভোট দিয়া
লাব অয়না কুনতা
বেড়ায় ধান খাইলায়
দুখ কিগুয়ে হুনতা।

নেতায় কইতরা লাস্ট চান্স
দিয়া দেখিলাও তানরে
দিদিয়ে কইতরা হেসর দাও অ
মারিয়া খাইতায় হকলে।

মিঠা কথা বউত হুনছি 
পাইছি হাওয়াত বউত্তা
যেতা দিবার আগে দিলাও
হেষে করমু করার যেতা।

গণতন্ত্র বাতাসে লড়ের
লাগছে টেকার খেলা
ভোট দেওয়াত একজনও নাই
টেকায় মিলে মেলা।     (২৫/০১/২০১৩)

Monday, December 8, 2014

প্রলাপ - ১০৮, প্রলাপ - ১০৯, প্রলাপ - ১১০

প্রলাপ - ১০৮
নিশিকুটুম্বেরাও আইনজীবীদের মত
কর্মস্থলে কালো পোশাক পরে।

প্রলাপ - ১০৯
চৌরাস্তার মোড়ে অথবা বাসস্টপের পাশে
যে ছেলেটি রোজ পেঁয়াজী,
পোকড়া, গরম চাট বিক্রি করে
সে কখনই ক্রেতাদের মন যোগাতে পারে না।


প্রলাপ - ১১০

পৃথিবীর সবচেয়ে সহজ মিথ্যা
দুষ্কৃতির প্রতি পুলিশের আশ্বাস
সব স্বীকার করে নিলে ছেড়ে দেওয়া হবে।

Monday, December 1, 2014

প্রলাপ - ১০৭


ক্রিকেট হউক বা না হউক
কিস্যু আসে যায় না
বেটিংটা তো চলবে ইচ্ছেখুশি,
চলুন শুভ্র নিশান উড়িয়ে
বলি জয় শ্রী বিসিসিআই।

প্রলাপ - ১০৬

কবিদের হাজারটা প্রেমিক প্রেমিকা
বড্ড সাধ ছিলো কবি হব
পারলাম কই...!!!

আরো একটি জন্মদিন আরো একটি সূর্যাস্ত


লঙ্গাইর জলে আরো একটিবার
সূর্য ডুবে যাওয়ার পর যখন
পেছন ফিরে দেখি –
ধু ধু অন্ধকার অমসৃণ পথ ধরে
ধেয়ে আসে অসমাপ্ত পেট তাগিদের কাজেরা
কিছু মূর্ছিত ফুল, কিছু অচেনা মুখ
কিছু অসুখ অসুখ মাখা সূখ চেয়ে থাকে করুণ দৃষ্টিতে
ইচ্ছে হয় মুছে ফেলি সব যন্ত্রণার অতীত,
শুধু আজকের দিনটাকেই
আকড়ে ধরি বুকের ভেতর।
(২৯-১১-১৪)

Monday, November 24, 2014

প্রলাপ - ১০৫

সদ্য ধর্মচ্যুত আর পুরোনো কমিউনিস্ট 
দুজনেই অদ্ভুত
প্রথমজন পুরোনো ধর্মকে
যাচ্ছেতাই গালি দেন আর
অন্যজন ব্রহ্মভোজ্যির পর
হাত পাতেন ভোজন দক্ষিণার জন্যে ।

Sunday, November 23, 2014

সহমর্মিতার আগে – (খসড়া)

সহমর্মিতার আগে (খসড়া)

তুমি যদি মুসলমান হও তাহলে অন্তত খোঁজে দেখো   
একটু আগেই গাজায়
স্তন পানরত যে শিশুটি রক্তাক্ত হয়েছে
মর্টার সেলের আঘাতে
সে শিয়া, নাকি সুন্নি

আর যদি অন্য কেউ হও
তাহলেও খোঁজে দেখো একবার
যে যুবকটি তার প্রেমিকাকে
একটি লাল গোলাপ দেবে বলে বেরিয়ে আর ঘরে ফেরেনি;
যে যুবতীর মাথার খুলি চৌচির হয়ে গেছে
ইজরায়েলী রকেটের আঘাতে
সেকি তোমার ধর্মের লোক
নাকি শুধুই একজন প্যালেস্তাইনী।

খোঁজ শেষে যদি দেখো সব ঠিকঠাক মিলে যায়
তবে হিটলারই হউক না তোমার ঈশ্বর
ক্ষতি কি! চলুক নর সংহার!

আর যদি গাজায় নিহত শিশুটি তোমার কেউ না হয়
অর্ধামৃত নারী-পুরুষরাও যদি তোমার কেউ না হয়
তাহলে আরেকপ্রস্থ গোঁফে তা দিয়ে
সহ্য করে নিতে পারো
আরো দুচারটি মজফফরপুর,
বাংলাদেশের হিন্দু পাড়া, বেলুচিস্তান

আরো দুচারটি মায়ানমার, অগণিত ইরাক......

প্রলাপ - ১০৩, প্রলাপ - ১০৪

প্রলাপ - ১০৩
মোল্লা পুরুত যাজক সবগুলাই
এক একটা আস্ত নাস্তিক
ধর্মটা তো শুধু তোমার আমার।

প্রলাপ - ১০৪
তক্কিটা আমি আগেই পকেটে পুরেছি
আজ দাড়িটার সাথেও দিলাম আড়ি
তবুও ভয়ে ভয়ে দিন যায়
জেহাদির লিস্টে নাম না উঠে যায়।

Wednesday, November 12, 2014

প্রলাপ - ১০১ / প্রলাপ ১০২

প্রলাপ - ১০১

সব সূখ তারল্যে 
তারল্যেই সব শক্তি
পাড়ায় পাড়ায় অলিতে গলিতে সর্বত্র 
ব্যস্ত যুবা কিশোর সব শক্তির আরাধনায় 22/10/14


প্রলাপ ১০২

উত্তরে ছিল যারা 
তারা আরেকটু উত্তরে সরে গেছে 
দক্ষিণমেরুতে যারা তারা আরো দক্ষিণে মাঝখানে আমি রোজ 
শুধু টুকরো টুকরো হই 
নিজের অজান্তে। 28.10.14

Saturday, October 18, 2014

প্রলাপ - ৯৪,৯৫,৯৬,৯৭,৯৮,৯৯,১০০

প্রলাপ - ৯৪ বিখ্যাত কিংবা কোন এক কুখ্যাত
প্রতিবেশি হলে সাহিতা চর্চাটা দারুণ গতি পায়।

প্রলাপ - ৯৫ মোবাইল ফোনটা সাইলেন্ট মুডে রেখে
প্রেমিকেরা নিসঙ্গ ঘুরে রাস্তায়

প্রলাপ - ৯৬ একদম হঠাৎ করেই যদি বাড়ির লোকেরা বলতে শুরু করেন
রোগা হয়ে যাচ্ছি
ধরে নিতে হবে স্বাস্থ্যটা ভালো হচ্ছে।

প্রলাপ - ৯৭ দারুচিনির কৌটায় অসংখ্য পিঁপড়ের ডিম।

প্রলাপ - ৯৮

অপ্রিয় মুখগুলোর মৃত্যু
কামনা করতে করতে
একদিন চেয়ে দেখি হারিয়ে ফেলেছি সব প্রিয় মুখ।

প্রলাপ - ৯৯

বিবেকহীন দেহটাকে আর কতকাল বয়ে বেড়াব
তার চেয়ে চল পুড়িয়ে ফেলি, পুড়িয়ে ফেলি দেহটাকে।


প্রলাপ - ১০০
প্রথমে সাম্প্রদায়িকতার
তারপর রাজনীতিটা শান্তি কমিটির
'আহা কি আনন্দ আকাশে বাতাসে...।'

Saturday, October 4, 2014

ইচ্ছে - ২

আমার ইচ্ছে হয় এখনো
সদ্য যৌবনে পা দেয়া
কোন এক যুবকের মত
উন্মাদ হয়ে তোমার পেছনে ছুটি
তুমি যতবার গালি দেবে
আমি ততবার তোমার দিকে
চেয়ে মৃদু হাসব, যেভাবে বিকেলের
পড়ন্ত রোদ গাছের ডগার দিকে
ম্লান চেয়ে হাসে।

মাঝে মাঝে আমারো ইচ্ছে হয়
কোন এক প্রেমিক কিশোরের মত
অহরহ তোমার সাথে ঝগড়া করি, তারপর
তোমার হাতটা ঝাপ্টে ধরে বলি

ভালোবাসি তোমায়, তোমাকেই ভালোবাসি। 

Wednesday, September 24, 2014

এইতো জীবন

সন্ধ্যা নামার আগেই নেমে আসে দীর্ঘশ্বাস অবসাদগ্রস্ত শরীরটাকে টেনে যেতে যেতে 
যতটা আধার পাড়ি দেই এক একটা প্রস্তর যেন চেপে বসে বুকের উপর
এভাবেই চলার ফাঁকে কিছু হাত 
পিঠ চাপড়ে বলে সাবাস! কিছু কথা রোজ স্পর্শ করে হৃদয়, কিছু মায়াবী মুখ 
রাতভর ঝাপটায় চোখের পাতা এরপর ঠিকই ভোর হয় 
আরেকটি অপেক্ষার কর্মব্যস্ত দিনে......।

উৎসব চলবেই


ধর্ষিতার রক্ত মেঝেতে শুকোয় না
এখানে রাম নামে সাতখুন মাফ করা যায়
ইসলামের নামে সাতখুন অহরহ  
পড়শির ঘরে নুন আনতে পান্তা ফুরোয়
চায় পান্তার পাত্রটাই শূন্য হোক
এখানে উৎসব চলবে যথারীতি
উৎসব আবারো

হৃদয়ে দগদগে ক্ষত সম্প্রীতির
কল্পনার শ্বেত কপোত উড়িয়ে
ভালো দিনের অপেক্ষায় দিব্যি বসে থাকা যায়
আর এখানে ভালো দিনগুলো সব
পুড়ে পুড়ে কালো হয়ে যায় অহরহ
তবু উৎসব চলবেই

উৎসব যথারীতি আবারো। 

Friday, August 15, 2014

ইচ্ছে

তুমি চাইলেই আমার নিঃশ্বাস 
প্রতিরোজ তোমার ঠোঁট ছুঁয়ে যায়
তুমি চাইলেই যেন
আমি পৃথিবীটা রঙ্গিন দেখি রোজ
আমার বাড়ানো হাত ছুয়েই দেখো
শিরায় শিরায় ছুটে তোমাকে পাওয়ার ইচ্ছেরা
আমার ইচ্ছেরা প্রতিক্ষণ কিলবিল করে
তোমার ইচ্ছের কাছে কাছে গিয়ে
তবু তোমার ইচ্ছেগুলোর
ইচ্ছে হয়না কখনো তাই
শারদীয় ভোরে কোন এক চতুস্পদী
প্রাণীর মত ক্লান্ত হয়েও ছুটে যাই
বারবার তোমার ইচ্ছেদ্বারের কড়া নাড়তে।
(14/08/2014)

Friday, August 8, 2014

প্রলাপ - ৯৩


বুকের ভেতর আগলে রাখা
গোলাপগুলো প্রতিদিন
তিলে তিলে শুকোয়
তোমার প্রতীক্ষায়...।

চন্দ্রিমা - ১২


পাল্টেছে যুগ, পাল্টাচ্ছেও
বিয়ের বাজারে ঘোরোয়ারা কল্কে পায়না
সবারই চাই মেয়ে জরা হটকে, একটু সেক্সি।
ছেলেরা বিকোয় টাকার পাল্লায়
ভালো খারাপ একটা হলেই হল

পাল্টেছে যুগ, পাল্টাচ্ছেও
ভালো আর আজ কেউ হতেও চায়
এইম ইন লাইফ ইডিয়ট
যার যত বেশি বয়ফ্রেন্ড
সে যেন ততই গুণময়ী

পাল্টেছে যুগ, পাল্টাচ্ছেও
ঔষধ জেনে খেয়েছি যেসব
নেশার বাজারে চড়া দাম তার।
লুকিয়ে চুরিয়ে প্রেমের দিন ইতিহাস
খোলাখুলি হবে সব আজ।

পাল্টেছে যুগ, পাল্টাচ্ছ তুমিও
আমি ঠিক বুঝি চন্দ্রিমা
তুমিও চাও বলে ফেলি স্ট্রেটকাট
ভালোবাসি তোমায়।

Wednesday, July 23, 2014

প্রলাপ - ৯২

জন্মান্ধ সব বেড়াজাল টপকে একদিন ঠিক গন্তব্যে পৌঁছে যায়। আর ধর্মান্ধ চলার পথে অহরহ আষ্টেপৃষ্টে কাদায় জড়িয়ে ফেলে নিজেকে...।

Saturday, July 19, 2014

প্রলাপ - ৯১

গোপালের গন্ধ নেব বলে
যেই নাকের কাছে নিয়েছি
একটি গোলাপী কীট 
ভেঙ্গে চুরমার করে দিল সব রঙ্গিন স্বপ্ন ।

প্রলাপ - ৯০


আজাকাল ছারপোকা, আঠালি, জোকের
বড় বাড় বেড়েছে, 
মাথায় মাথায় ঘুরছে সবার; 
সুযোটা পেলেই চড়ে বসবে সিংহাসন
তারপর তোমার আমার চুষে নেবে সব রক্ত।

Tuesday, July 15, 2014

প্রলাপ - ৮৯

এক একটা মর্টার সেল
প্রতিদিন আমাদের বিদ্ধ করে
এক একটা রকেট লঞ্চার
ধ্বংস করে মানবতা। 

Monday, July 7, 2014

প্রলাপ - ৮৮


কিছু মৃতদেহ রোজ চুপিসারে চিটি রেখে যায়
আমার ইনবক্সে
কিছু মৃতদেহ আজও ভীড় করে
আমার কনটাক্ট লিষ্টে
শুধু মৃত চোখ দিয়ে চিঠি পড়িনি কখনো
কখনো খুজিনি মৃত বন্ধুদের।

প্রলাপ - ৮৭


ষোড়শীরা কখনো কুৎসিত হয় না।

Friday, June 27, 2014

প্রলাপ - ৮৬


দুর্বল ঈশ্বর খোঁজে
সবল চালায় হাতুড়ি।

Monday, June 23, 2014

প্রলাপ - ৮৫

প্রাতঃরাশ থেকে নৈশভোজ 
থোকা থোকা ফরমালিন
ভাবছি এখানেই পিরামিড বানাব 
তারপর হব মমি।

Sunday, June 8, 2014

সুইসাইড নোট

ভালোবাসি, ভালোবাসি বলে
কাঙ্গাল থেকেছি শুধু;
ভালোবাসা পাওয়া হল না
তবু তোমার হৃদয়মরুর কোথাও
একটুকু ভালোবাসার ফসল ফলুক
এই আশা রেখে যাই;
ভালো থেকো প্রিয়তমা।

(রামকৃষ্ণ নগর, ৬ জুন, সন্ধ্যা)

Monday, May 19, 2014

১৯শের প্রলাপ

আর যাই হউক আজকের দিনটা 
অন্য আরো দিনের মত নয়
একটু আলাদা, একটু অন্যরকম
এই না হলে আজ কি আর স্কুলগুলো সব বন্ধ থাকে!
শহিদবেদীতে ঝাড়ু পড়ে!
দু-চার জন হোমরাচোমরার পায়ের ধূলো তোমার নামে খরচা পড়ে!
আজকে একটু অন্যরকম
তাই না হলে আজকে কি কেউ শ্রদ্ধা-ভক্তির নাটক করে!
দাঁত খিচিয়ে, হাত উচিয়ে ফুলের মালায় ছবি তুলে!
আর যাই হউক আজকে একটু অন্যরকম
তাইতো দেখি বক্তৃতায় সব বাঁধ ভাঙ্গে!
রোমান হরফ শুভেচ্ছায় বাংলা লেখে!
শহিদবেদীর ঘুম ভেঙ্গে যায় বুটের শব্দে!
আজকে একটু অন্যরকম তাই বলেই তো প্রলাপ বকি।
আজকে শুধু অন্যরকম ভাবে না কেউ
বাকিটা সব ঠিকই আছে অন্যরকম।

Sunday, May 4, 2014

প্রলাপ - ৮৩ , প্রলাপ - ৮৪

প্রলাপ - ৮৩

শত শত শায়িত স্বপ্ন কবর খোঁজে আজ
শত শত রাক্ষুসে মুখে আজ বিকৃত হাসি। 3.5.14

প্রলাপ - ৮৪

দুঃস্বপ্নের রাত পাড়ি দিয়ে কবে তুমি
শান্ত কলি ফুল হয়ে ফুটবে......! 4.5.14

Tuesday, April 29, 2014

প্রলাপ - ৮২


বাজারে ফেয়ারনেস ক্রিমের কাটতি চড়া
তবু পৃথিবীটা বড় কুৎসিত।

Monday, April 14, 2014

প্রলাপ - ৮১


নিজের অস্তিত্ব বিসর্জন দিতে পারলে
ঠিক 'বেঁচে' থাকা যায়।

Saturday, April 5, 2014

চন্দ্রিমা - ১২


তুমি দূর থেকে যেমনটা ভাবো
আসলে ঠিক তেমনটা নয়,
ভালোবাসার ছলে প্রতিদিন
কোন এক অজানা পাপের প্রায়শ্চিত্ত করে যাই।

চন্দ্রিমা - ১১


তুমিই বলে দাও
ঠিক কতটুকু হাসলে
কখনো কাঁদতে হয়না।

Thursday, April 3, 2014

প্রলাপ - ৮০


সমালোচনার খোঁচা যারা সহ্য করতে পারেন না
তারা কেউই আসলে মানুষ নয়।

Wednesday, April 2, 2014

প্রলাপ - ৭৯

মন বিষাক্ত সব পোকার ঘর
ভাদ্র মাসের রোদে দাও।

Tuesday, April 1, 2014

প্রলাপ - ৭৮


রোজগেরে ভোটের দিনগুলো
দ্রুত ফুরিয়ে যায়,
নির্বাচন শেষে আমরা তো সেই -
"পুনর মূষিক ভবঃ" 

Sunday, March 16, 2014

প্রলাপ - ৭৭

অভিষেক হবে পিশাচের
তাই চারিদিকে হই হোল্লোড় নগ্ন নৃত্য;
দৈত্য-দানব আর যত অমানুষী আত্মার।

Friday, March 14, 2014

প্রলাপ - ৭৬


এখন মরশুম ভোট উৎসবের
তাই 'নেতা' 'পাতিনেতা'রা
শারদীয়া কুকুর-কুকুরীর মত।

Wednesday, March 12, 2014

আমাদের গান - ৮

নীতিহীন সব ভাঁড়ের দল
রাজনীতির এই আঙ্গিনায়
তাই তো গরিব-দুঃখী লুটিয়ে পড়ে
তাদের দিকে কেইবা চায়!

Tuesday, March 4, 2014

প্রলাপ - ৭৫

তোরা একটুকু চুপ কর
গোসাপের মুখে বিষাক্ত থুতু
তফাতে সরে পড়।

Thursday, February 13, 2014

অপেক্ষার লাল গোলাপ...

মনের অলিগলি জুড়ে 
ধুলো জমে আছে রাশি রাশি
পেট তাগিদের স্তুপাকৃত কাজ 
রোজ চাপা দেয় অনুরাগ; সব অভিমান
এরই ফাঁকে
আরো একটি বসন্ত,
আরো একটি ভ্যালেন্টাইন ডে,
আবারো মনের দরজায় নিঃশব্দ কড়ানাড়ে
আজ রাত যেন প্রলাপের নয়;
অপেক্ষা শিহরিত ভোরের;
অপেক্ষা তোড়া তোড়া লাল গোলাপের।
১৩/০২/২০১৪, ১২-৪০ PM

Monday, February 3, 2014

প্রলাপ - ৭৪



অন্ধকারের বুক চিরে দুঃস্বপ্ন রাত যত গাঢ় হয়
আর আমি ভাবি একাই ডুব দেব বিষণ্ণতায়।
দেখি আরো অসংখ্য বিষণ্ণ হৃদয় 
ঠিক বসে আছে সহযাত্রীর অপেক্ষায়।

Wednesday, January 1, 2014

প্রলাপ - ৭৩

ক্ষমতার দম্ভে সব মমতাও
একদিন ঠিক ফিকে হয়ে যায়।
অন্ধ মমতা দেখেনা
সেও তো প্রতিরোজ ধর্ষিতা
প্রতিটি দলবদ্ধ ধর্ষণে।