Wednesday, September 24, 2014

উৎসব চলবেই


ধর্ষিতার রক্ত মেঝেতে শুকোয় না
এখানে রাম নামে সাতখুন মাফ করা যায়
ইসলামের নামে সাতখুন অহরহ  
পড়শির ঘরে নুন আনতে পান্তা ফুরোয়
চায় পান্তার পাত্রটাই শূন্য হোক
এখানে উৎসব চলবে যথারীতি
উৎসব আবারো

হৃদয়ে দগদগে ক্ষত সম্প্রীতির
কল্পনার শ্বেত কপোত উড়িয়ে
ভালো দিনের অপেক্ষায় দিব্যি বসে থাকা যায়
আর এখানে ভালো দিনগুলো সব
পুড়ে পুড়ে কালো হয়ে যায় অহরহ
তবু উৎসব চলবেই

উৎসব যথারীতি আবারো। 

No comments:

Post a Comment

Name: