Friday, August 7, 2015

প্রলাপ- ১২৭, প্রলাপ- ১২৮

প্রলাপ- ১২৭

... আর এভাবেই ঝরে পড়ে নিঃশব্দ
পৃথিবীর যত মানব নক্ষত্র, সুবাসিত ফুল
আমাদের চির বিষাদিত রেখে গেলে
এ পি জে আব্দুল.........।

প্রলাপ- ১২৮

স্লীপার সেল, সুইসাইড স্কোয়াড, হিউম্যাম বম্ব
শুনে শুনে ক্লান্ত যখন
সন্ত্রাসীর ফাঁসীটা হাস্যকৌতূক
জাতীয় মশকরা।

Tuesday, July 21, 2015

প্রলাপ - ১২৬

ঘাড়ে চেপে বসেছেন পূর্বপুরুষেরা
কিছু মধুর কিছু কুৎসিত স্মৃতি
শংকিত সিড়ি বেয়ে নেমে আসে
লিগ্যাসি ডাটা
জয় এন আর সি'র জয়!

Saturday, July 18, 2015

প্রলাপ ১২৫

ফুটপাত পেতেছে সংসার
অর্থকরী কোণ খোঁজে ভিখিরি হাত
দুঃখ নেই ভয় নেই
দুর্গন্ধ নোংরা টপকে চলে দেহ রোজ
সিটি অব জয়! সিটি অব জয়!

Tuesday, June 30, 2015

প্রলাপ - ১২৩

জলপাই রঙা পোশাক আর
হাতে রাইফেল নিয়েই শুধু
সৈনিক হওয়া যায় না

আমরাও তো সৈনিক জীবন যুদ্ধের
বিন্দু বিন্দু রক্ত দিয়ে 
হাসি ফোটাই সহস্র প্রাণে।

Tuesday, June 9, 2015

প্রলাপ - ১১৯ - ১২২

প্রলাপ - ১১৯

যত পারো তিক্ততা দাও
আমি হৃদয় পেতে নেব,
মিষ্টিতে মধুমেহের ভয়
তেতো স্বাদ দীর্ঘজীবি

প্রলাপ -১২০

পরীক্ষায় বারবার ফেল করা
ছেলেটির বাহুতে সরস্বতী কবচম্ ছিল 
একটু আগে গাড়ির চাকায় পিষ্ট লোকটির 
অনামিকায় ছিল সংকট মোচন আংটি।


প্রলাপ - ১২১

কমিশন মানে 
জনতার কন্ঠরোধী সাইলেন্সার, 
কমিশন মানে ধামাচাপা দেয়া 
শত্রুর হাতিয়ার।

প্রলাপ- ১২২

বুকের পাজরগুলো 
আরো কোমল করে তুলো
চাপাতি ভোতা হয়ে যাবে আপনি, 
চলুক ব্লগিং.....।

Sunday, May 10, 2015

প্রলাপ - ১১৮


আমরা সবার প্রিয় হতে হতে একদিন
নিজের কাছে অপ্রিয় হয়ে যাই। 

প্রলাপ - ১১৭

গাদা গাদা বই গিলেও
গ্রন্থকীটেরাই তো সাম্প্রদায়িক গন্ধ ছড়ায়।

Monday, April 6, 2015

প্রলাপ - ১১৪, প্রলাপ - ১১৫ , প্রলাপ ১১৬

প্রলাপ ১১৬

মরলেই শুধু অমর হওয়া যায়।


প্রলাপ - ১১৫ 

যখন যখন এক একটি দম্ভস্তম্ভ ধ্বসে পড়ে
আমি ভেতরটায় লক্ষ হৃদয়ের উল্লাস টের পাই
ইচ্ছে হয় ময়ূরের মত নাচি। 
(১০/০২/১৫)


প্রলাপ - ১১৪

প্রতি মুহূর্তে অজান্তেই 
পরিচিতি হারিয়ে ফেলছি ,
পরিচয়হীনেরা আদৌ মানুষ থাকে ...!!!
(১০/০২/১৫)

Thursday, January 22, 2015

প্রলাপ - ১১১, ১১২, ১১৩

প্রলাপ ১১১

যতখুশি গালাগাল দাও
নীরবে সহ্য করে যাব;
আর না হয়
দূরে সরে যাব ভালোবাসা ভেবে,
আর আমার প্রতিবিম্বটাকে
ভালোবেসে যদি তোমার এই বিষোদ্গার;
তবে জেনে রেখো একদিন
আয়নার সামনে তোমাকে দাড়াতে হবে।

প্রলাপ ১১২

আমার প্রিয় তিনটি জায়গা
রান্নাঘর, পায়খানা আর
তোমার আঁচলের এক কোণ।

প্রলাপ ১১৩

...... ঈশ্বরেচ্ছা ছাড়া একটি ধূলার কণাও নড়ে না...
ঈশ্বরের মস্তিষ্ক শয়তানের কারখানা
তাইতো রোজ
এত এত খুন,
এত এত ধর্ষণ।