Saturday, October 18, 2014

প্রলাপ - ৯৪,৯৫,৯৬,৯৭,৯৮,৯৯,১০০

প্রলাপ - ৯৪ বিখ্যাত কিংবা কোন এক কুখ্যাত
প্রতিবেশি হলে সাহিতা চর্চাটা দারুণ গতি পায়।

প্রলাপ - ৯৫ মোবাইল ফোনটা সাইলেন্ট মুডে রেখে
প্রেমিকেরা নিসঙ্গ ঘুরে রাস্তায়

প্রলাপ - ৯৬ একদম হঠাৎ করেই যদি বাড়ির লোকেরা বলতে শুরু করেন
রোগা হয়ে যাচ্ছি
ধরে নিতে হবে স্বাস্থ্যটা ভালো হচ্ছে।

প্রলাপ - ৯৭ দারুচিনির কৌটায় অসংখ্য পিঁপড়ের ডিম।

প্রলাপ - ৯৮

অপ্রিয় মুখগুলোর মৃত্যু
কামনা করতে করতে
একদিন চেয়ে দেখি হারিয়ে ফেলেছি সব প্রিয় মুখ।

প্রলাপ - ৯৯

বিবেকহীন দেহটাকে আর কতকাল বয়ে বেড়াব
তার চেয়ে চল পুড়িয়ে ফেলি, পুড়িয়ে ফেলি দেহটাকে।


প্রলাপ - ১০০
প্রথমে সাম্প্রদায়িকতার
তারপর রাজনীতিটা শান্তি কমিটির
'আহা কি আনন্দ আকাশে বাতাসে...।'

No comments:

Post a Comment

Name: