Tuesday, June 1, 2010

অসমাপ্ত কবিতা

প্রতিদিনের 'সুখ-দুঃখ', 'ঘৃণা-ভালোবাসা' ভরা
আমাদের কিছুটা অমসৃণ পথ থেকে
সোজা নিচে নেমে গেছে
মসৃণ পাথরে মোড়া সিড়ি দিয়ে
আরেকটা পথ
এক পা বাড়ালেই দু-চারটে সিড়ি অনায়াসে নেমে যাওয়া যায়
সিড়ির একপাশে সাজানো বাগান
থোকা থোকা অশ্লীল ফলে ভরা গাছ
আর অন্যদিকটা মায়া মদিরা মাখানো ফুলে ভরা বাগান
নিয়ত উৎসাহ দিচ্ছে
নিচে নেমে যাওয়ার জন্য
যেন সব সূখ পাওয়া যাবে অখানেই
কারো ফুরসৎ নেই আজ বন্ধুর পথ বেয়ে বেয়ে
সূখ নীড় খুঁজে নেওয়ার
নিচে নেমে গেলেই তো হয়......।             (১/৬/২০১০)




2 comments:

  1. valo laglo tomar lekha gulo.....touch-e theko....valo theko

    ReplyDelete
  2. কবিতাটা অনেক সুন্দর।
    অনেক..........! অনেক.....! অনেক..! ভাল লাগল । এই রকম অসাধারন একটা পোস্ট দেয়ার জন্য ধন্যবাদ। আসা করি এই রকম পোস্ট আরও পাব। সময় থাকলে আমার list of online shopping sites সাইটে ঘুরে আস্তে পারেন।

    ReplyDelete

Name: