Sunday, October 11, 2009

ভগবান

তোমাকে অনেক খোঁজেও পাইনি সর্ব হারার দলে
ভিক্ষুকের ছেড়া ঝুলি, পোড়ে যাওয়া কর্দমাক্ত অন্ন
পাগলের বিকৃত উচ্ছাসে।
ক্ষুদে শিশু; এক হাতে হাতুড়ি আর হাত রক্তাক্ত,
তুমি সেখানেও নিখোঁজ!
নেই যক্ষ্মা রোগীর তামাটে মুখে,
থেতলে যাওয়া দেহে কোন পথভ্রষ্ট পথিকের।
তোমায় খোঁজে খোঁজে যখন অবসন্ন
তখন দেখতে পেলুম ঝাপসা চোখে
তুমি বসে আছ কোন এক ধন কুবেরের মস্ত ঘরে
চারপাশে ছড়িয়ে ছিটিয়ে বিলাসিতা নিয়ে
তুমি বন্দি ঐশ্বর্যের কাছে।

প্রকাশিত, মাসিক সৃষ্টি, পূজা সংখ্যা ২০০৫।

No comments:

Post a Comment

Name: