Monday, October 12, 2009

বিধ্বস্ত ডাইরি


প্রতিদিন দুচারটি শব্দ মাথার মধ্যে ভিড় করে
তারপর;
তারপর  মন ছুঁয়ে আঙ্গুল দিয়ে  বেরিয়ে যায়
আর চিহ্ন রেখে যায়
আমার ডাইরির প্রতিটি পাতায়,
কখনো হয়তো শব্দগুলোর অর্থ থাকে 
কিন্তু খুঁজে দেখা হয়ে উঠে না।

এভাবেই শব্দের পর শব্দ জমা হয়
আরো শব্দ; তারপর শব্দের স্তূপ

একদিন বিধ্বস্ত ডাইরি আবিষ্কৃত হয়
আরশোলা অথবা ইঁদুরের আস্তানা থেকে।
কোনো কালের আমার খুব পরিচিত শব্দগুলো
পরিচিতি হারিয়ে ফেলে।


(মাসিক সৃষ্টি, সেপ্টেম্বর ২০০৫)

No comments:

Post a Comment

Name: